এলার্জির কারণে গলা খুসখুস করে, কী করবো?
এলার্জির কারণে গলা খুসখুস করে, কী করবো?
Add Comment
এলার্জি হয়েছে গলায় এরকম নিশ্চিত হলে এর্লার্জির মানসম্পন্ন ওষুধ পাওয়া যায়, সেটা কিছুদিন খেতে হবে। ওষুধে অনীহা হলে লবঙ্গ খাওয়া যেতে পারে। নিয়ম হচ্ছে লবঙ্গ মুখে রেখে দিতে হবে ভিজে নরম হবে আর গলা খুসখুস করলে আস্তে করে দাঁতের নিচে রেখে চাপ দিতে হবে। একেবারে খেয়ে ফেলা যাবে না।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।