এলার্জির সমস্য কেন হয়? প্রতিকার কি?
আমার অনেক দিন যাবত এলার্জি প্রবলেম। আমি যখন রোদে বের হই বা শরীরে ঘাম দিবে দিবে অবস্থা বা ঘামানোর অাগে যখন শরীরের তাপমাত্রা বেরে যায় ঠিক তখনই আমার গলা থেকে শুরু করে বুকের দু পাশে প্রচন্ড চুলকানি হয়। এতে চুলকালে লাল টুকটুকে হয়ে যায়। আমি এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি করতে পারি?
Add Comment
যাদের শরীরে IgE এর পরিমান বেশী থাকে। এবং অতিরিক্ত কাজ করে তাদেরই সাধারণত এলার্জি হয়।
এক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিশ্রম করা, যে খাবার গুলোতে আপনার এলার্জি বেড়ে যায় তা পরিহার করা এবং অতিরিক্ত গরম থেকে দূরে থাকবেন। তাছাড়া আপনি “এন্টি হিস্টামিন” খেয়ে দেখতে পারেন। আশা করি সুফল পাবেন।