এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি?
এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি?
Add Comment
এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা নিয়ে মতোভেদ রয়েছে । তবে আমরা উইকিপিডিয়ার বর্তমান তথ্য অনুসারে আপনাদের কাছে তুলে ধরছি বিষয়টি ।
এশিয়া মহাদেশের মোট স্বাধীন দেশের সংখ্যা ৪৯টি যারা উইনাইটেড নেশন ( UN ) এর সদস্য ভুক্ত। তবে আরও একটি দেশ রয়েচ্ছে পর্যবেক্ষনের মধ্যে এবং সেটি হচ্ছে প্যালেস্টাইন(Palestine ).তাই প্যালেস্টাইন সহ স্বাধীন দেশের সংখ্যা ৫০টি ।