এসএসসি পরীক্ষার ৩/৪ মাস বাকী, কীভাবে প্রস্তুতি নিব?
এসএসসি পরীক্ষার ৩/৪ মাস বাকী, কীভাবে প্রস্তুতি নিব?
Add Comment
পড়ালেখায় মনোযোগ আনতে গিয়ে তুমি অতিরিক্ত দুঃশ্চিন্তা করছো। যা তোমাকে মানসিক চাপের মধ্যে ফেলে দিচ্ছে। সুস্থ জীবন যাপনের জন্য ঠিক মত খাওয়া দাওয়া, ঘুম, গোসল, খেলাধুলো, আনন্দ করা, ব্যায়াম করা সব কিছুই প্রয়োজন। তাই তোমার যা করতে ভালো লাগে, যেমন গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, খেলাধুলা করা, এসবও করবে। হাতে ৩ /৪ মাস সময় আছে। এই সময়গুলোকে প্রতিটা বিষয়ের জন্য আলাদা করে ভাগ করে নাও। যেমন ৩ মাসে ৯০ দিন। আর সব বিষয়ের জন্য এই ৯০ দিনকে সমান ভাগে ভাগ করে নিয়ে নিজের সুবিধামত রুটিন বানিয়ে নাও। তারপর সেই রুটিন অনুযায়ী পড়। ৯০ দিন ১০/১২টা বিষয়ের জন্য অনেক সময়। যখন পড়তে ভাল লাগবে না, জোর করে পড়বে না। তখন না হয় একটা হাসির মুভি দেখে ফেলো।