এসিড রেইনের ফলে কী কী ক্ষতি হয়?
এসিড রেইনের ফলে কী কী ক্ষতি হয়?
Add Comment
এসিড রেইনের ক্ষয়কারী ধর্ম পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। এরফলে মাটিতে গাছের পুষ্টি উপাদানের পরিমাণ কমে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, হ্রদ ও জলাশয়কে মাছ ও অন্যান্য প্রাণীর বসবাসের অযোগ্য করে তোলে। শহরাঞ্চলে এসিড রেইন দালানকোঠা ও ভাষ্কর্যের স্বাভাবিক ক্ষয় ত্বরান্বিত করে। অন্যান্য রাসায়নিক উপাদানের সাথে মিলে এসিড বাষ্প নগরে ধোঁয়াশার সৃষ্টি করে। ধোঁয়াশা সেবন করে শহরের মানুষের ফুসফুস আক্রান্ত হয় এবং আয়ু কমে যায়।