|
ওজুর গুরুত্ব ও ফযীলত কি?
ওজুর গুরুত্ব ও ফযীলত :-
শরীয়তে ওজুর বিশেষ গুরুত্ব রয়েছে। ওজু ছাড়া নামাজ হয় না। ওযুকারীর ওজুর অঙ্গগুলো কিয়ামতের দিন ঝলমল করতে থাকবে ।
হযরত মুসআব ইবন সাদ (রা) থেকে বর্ণিত রাসুল ﷺ বলেছেন :-ওজু ছাড়া নামাজ হয় না এবং আত্মসাতের সম্পদ থেকে সাদকাহ হয় না। [সহীহ বুখারী ১/১১৯]
হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত রাসুল ﷺ বলেছেন, যার ওজু নষ্ট হলো ওজু করার আগ পর্যন্ত তার নামাজ হয় না। [সহীহ বুখারী ১/২৫]
নুমায়িম মুজমির বলেন-আমি আবু হুরায়রা (রা) এর সাথে মসজিদের ছাদে উঠলাম। তিনি ওজু করলেন এবং বললেন, আমি নবী করীম ﷺ কে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মত কে এমন অবস্থায় ডাকা হবে যে,তাদের অজুর অঙ্গ গুলো ঝলমল করতে থাকবে। অতএব তোমাদের কেও যদি তার উজ্জল স্থান কে দীর্ঘ করতে চায় সে যেন তা করে ( অর্থাৎ ওজুর অঙ্গু গুলো নির্ধারিত স্থান থেকে বেশী করে ধৌত করতে পারবে ) [সহীহ বুখারী ১/২৫ :: সহীহ মুসলিম ১/১২৬]