ওয়ার্ডের মেনুবার কিভাবে বাংলা করা যায়?
ওয়ার্ডের মেনুবার কিভাবে বাংলা করা যায়?
মনে করুন প্রথমে আপনি ওয়ার্ডের মেনুবার বাংলা করে ফেলতে চান৷ এরজন্য প্রথমে Tools মেনু থেকে Customize আইটেমে ক্লিক করুন৷ এবার কাস্টোমাইজ ডায়ালগ বক্স দৃশ্যমান থাকা অবস্থাতেই মেনুবারের File মেনুর উপর মাউজের রাইট ক্লিক করুন এবং প্রাপ্ত শর্টকাট মেনু থেকে Name: টেক্সটবক্সের “&File” লেখাটি মুছে দিয়ে তার পরিবর্তে অভ্র কী-বোর্ড অথবা অন্য কোন ইউনিকোড ভিত্তিক বাংলা টাইপিং সফটওয়্যার দিয়ে “ফাইল” শব্দটি লিখে এন্টার দিন৷ এবার একই পদ্ধতি অনুসরণ করে মেনুবারের অন্যান্য মেনু এবং প্রতিটি মেনুর অধীনস্থ সবগুলো আইটেমকে উপযুক্ত বাংলা শব্দ দিয়ে প্রতিস্থাপন করে দিন৷
শর্টকাট মেনু (টেক্সট এরিয়াতে রাইট ক্লিক করলে যে মেনু প্রদর্শিত হয়) বাংলা করার পদ্ধতিটাও প্রায় একই রকম৷ এর জন্য প্রথমে Tools > Customize থেকে Toolbars ট্যাবে ক্লিক করুন এবং টুলবারস লিস্ট থেকে থেকে Shortcu Menus চেকবক্সটিতে ক্লিক করুন৷ এরফলে উপরের ডান কোণে শর্টকাট মেনুজ নামে একটি ছোট টুলবার প্রদর্শিত হবে৷ এবার প্রাপ্ত টুলবার থেকে Text মেনুতে ক্লিক করুন৷ এরফলে বিভিন্ন ধরনের শর্টকাট মেনু আইটেমের একটা লম্বা লিস্ট দেখা যাবে৷ এখান থেকে নিচের দিকে স্ক্রোল করে Text এর উপর ক্লিক করুন৷ এরফলে ডিফল্ট শর্টকাট মেনুতে যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো দেখা যাবে৷ এবার এখান থেকে উপরে বর্ণিত নিয়ম অনুযায়ী একে একে Cut, Copy, Paste প্রভৃতি আইটেমকে বাংলা করে ফেলুন৷
আপনি যদি এভাবে সবগুলো মেনু বাংলা করে ফেলেন তাহলে তা দেখতে হয়তো খুবই সুন্দর লাগবে, কিন্তু এর ফলে আপনার একটা সমস্যাও হবে৷ তা হল আগে আপনি যেরকম কী-বোর্ড থেকে Alt+F প্রেস করে ফাইল মেনুটি সক্রিয় করতে পারতেন, এখন আর তা পারবেন না৷ আপনি যদি মেনুগুলো বাংলা রেখেও এই সুবিধা পেতে চান, তাহলে “&File” এর পরিবর্তে শুধু “ফাইল” না লিখে “ফাইল (&F)” লিখুন এবং এভাবে প্রতিটি আইটেমের যে বর্ণটির পূর্বে & চিহ্নটি আছে, তাকে বাংলা শব্দটির পরে বন্ধনীর ভেতরে লিখুন৷ এরফলে আপনার সাপও মরবে, কিন্তু লাঠিও ভাংগবে না৷
উপরোক্ত পদ্ধতি নিঁখুতভাবে অনুসরণ করার পরেও যদি মেনুবারে বাংলা শব্দগুলো ঠিকভাবে দেখা না যায় অথবা আকারে খুবই ছোট দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে হয়তো ইউনিকোডভিত্তিক কোন বাংলা ফন্ট ইনস্টল করা নেই অথবা থাকলেও তা সঠিকভাবে কনফিগার করা নেই৷ প্রথমেই নিশ্চিত হয়ে নিন আপনার কম্পিউটারে বৃন্দা অথবা ইউনিকোডভিত্তিক অন্য কোন বাংলা ফন্ট ইনস্টল করা আছে কি না৷ না থাকলে ইনস্টল করে নিন৷
এবার ডেস্কটপে রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন অথবা কন্ট্রোল প্যানেল থেকে System আইটেমটি ওপেন করুন৷ এরফলে Display Properties ডায়ালগ বক্স প্রদর্শিত হবে৷ এখানে Appearance > Advanced থেকে Menu আইটেমটির জন্য আপনার পছন্দ অনুযায়ী কোন ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট সিলেক্ট করে তার উপযোগী একটি ফন্ট সাইজ নির্ধারণ করে দিন৷ এবার মাইক্রোসফট ওয়ার্ড চালু করে দেখুন মেনুবারে বাংলা মেনুগুলোকে কী সুন্দর দেখাচ্ছে!