ওয়াইফাই কিভাবে কাজ করে?

    ওয়াইফাই কিভাবে কাজ করে?

    Add Comment
    1 Answer(s)

      ওয়াইফাই কাজ করে অনেকটাই আপনার হাতের কাছে থাকা মোবাইল ফোনটার মত। এগুলোর কোনটার গায়েই কোন তার বা কোন কিছু লাগানো থাকেনা অথচ অনায়াসে অত্যন্ত দ্রুততার সাথে ডাটা বা তথ্য আদান-প্রদান করছে। সত্যিই বিস্ময়কর ব্যাপারটা। ওয়াইফাই তথ্য আদান-প্রদানের জন্যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিও তরঙ্গ ব্যবহার করে। যখন আপনি ওয়াইফাই সুবিধাসহ কোন মোবাইল, ল্যাপটপ বা অন্য কোন ডিভাইস নিয়ে কোন ওয়াইফাই হটস্পট এ থাকবেন তখন কানেকশন-ভেদে ফ্রিতেই বা প্রয়োজনীয় পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট এ ঢুকতে পারবেন।

      ওয়াই ফাই

      আপনি যখন ওয়াইফাই চালু করে কোন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন তখন সেই ওয়াইফাই হটস্পট যে ডিভাইসগুলোর মাধ্যমে তৈরি করা সেগুলোর মাধ্যমেই ডাটা আসবে। একটু বিস্তারিত বললে হয়তো বোঝার সুবিধা হবে। ধরুন আপনার কাছে একটি ওয়াইফাই সুবিধা সহ মোবাইল ফোন রয়েছে এবং আপনি কোন ওয়াইফাই হটস্পট এর মধ্যে আছেন, প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার পর যখন আপনি কোন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন তখন ওয়াইফাই রাউটার চলমান ইন্টারনেট কানেকশন থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এর এন্টেনার সাহায্যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিও তরঙ্গের আকারে আপনার তথ্য পাঠিয়ে দিচ্ছে এবং ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা অবস্থায় আপনার মোবাইল সেই রেডিও তরঙ্গকে সংগ্রহ করে সেটাকে আপনার দেখার উপযোগী করে আপনার মোবাইলে দিয়ে দিচ্ছে। ল্যাপটপ, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই রকম।আর এই কাজগুলো হয়ে যাচ্ছে অত্যন্ত দ্রুততার সাথে, আপনার চোখের পলক ফেলার আগেই।

      ওয়াইফাই রেডিও তরঙ্গের সাথে মোবাইল ফোনের জন্যে ব্যবহৃত তরঙ্গের একটা প্রধান পার্থক্য আছে। ওয়াইফাই তরঙ্গের কম্পাঙ্ক মোবাইল এর জন্যে ব্যবহৃত রেডিও তরঙ্গের কম্পাঙ্কের তুলনায় অনেক বেশি। ওয়াইফাইয়ের জন্যে ব্যবহৃত রেডিও তরঙ্গের কম্পাঙ্ক ২.৪-৫ গিগাহার্টয, অন্যদিকে মোবাইলের জন্যে ব্যবহৃত রেডিও তরঙ্গের কম্পাঙ্ক মাত্র ৮০০-১৯০০ মেগাহার্টজ, অর্থাৎ তা ওয়াইফাইয়ের রেডিও তরঙ্গের চেয়েও অনেক কম কম্পাঙ্কের।

      Professor Answered on April 2, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.