ওয়াইফাই হটস্পট কি?
কোন ওয়াইফাই কানেকশনের হটস্পট বলতে বোঝায় ঐ কানেকশনটি কতটুকু জায়গা জুড়ে আছে। উদাহরণ হিসেবে মোবাইলটিকে ধরা যাক, আপনি যদি নেটওয়ার্ক পাওয়া যায় এমন কোথাও থাকেন তাহলে আপনি সহজেই ফোনকল করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন। কিন্তু আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে নেটওয়ার্ক নেই তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এখানে মোবাইলের জন্যে ব্যবহৃত নেটওয়ার্ক কে ওয়াইফাই হটস্পট এর সাথে তুলনা করা যায়। কোন ওয়াইফাই রাউটারের মাধ্যমে প্রেরিত রেডিও তরঙ্গ যতটুকু জায়গা জুড়ে বিস্তৃত ততটুকু জায়গার মধ্যে থাকলে আপনি ওই কানেকশন ব্যবহার করতে পারবেন। এই বিস্তৃতি কেই হটস্পট বলা হয়।