ওয়েবক্যাম কি ?
ওয়েবক্যাম সম্পর্কে জানতে চাই?
Add Comment
ওয়েবক্যাম মূলত বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা যা একটি কম্পিউটার সাথে যুক্ত হয়ে ইন্টারনেট ভিডিও আদান প্রদান করতে পারে।এক কথায় ওয়েবক্যাম হচ্ছে, ভিডিও ক্যামেরা ধারণ করা ভিডিও ক্যামেরা,যা বাস্তব সময়ের ভিডিও ধারণ করে এবং একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তা মনিটরে প্রর্দশন করে থাকে । ওয়েবক্যামে লেন্স, ইমেজ সেন্সর ও মাইক্রোফোন থাকে। ওয়েবক্যামে সাধারণত চার্জ কাপল্ড ডিভাইস বা কপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সেন্সর ব্যবহার করা হয়, তবে সস্তা হওয়ার কারণে কপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর অধিক ব্যবহার করা হয়। ওয়েবক্যাম সাধারণত ইউএসবি ক্যাবলের মাধ্যমে যুক্ত করা হয়ে থাকে৷