কখন, কীভাবে পরিস্থিতি বুঝে কথা বলতে হয় মানুষের সাথে, এইটা কীভাবে শিখতে পারি?
কখন, কীভাবে পরিস্থিতি বুঝে কথা বলতে হয় মানুষের সাথে, এইটা কীভাবে শিখতে পারি?
Add Comment
- যেকোনো বিষয় হুট করে মন্তব্য যোগ কিংবা মতামত প্রকাশ করতে যাবেন না।
- মানুষের সাথে কথা বলা শুরুর আগে সে মানুষটির মনোভাব এবং ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করুন।
- অপরিচিত কিংবা নতুন মানুষদের সাথে মেশার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কৃত্রিমতার আশ্রয় নিতে হয়।না হলে মেশা খুব মুশকিল হয়ে যায়।
- আপনি হয়তো জানেন আপনিই সঠিক,অন্যরা ভুল;কিন্তু তা সত্বেও আপনাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।
- অনেক মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে একেকবার একেক জনের পক্ষে দু’একটি কথা বলতে হবে!
- এমন কিছু বলা যাবে না যেটাতে মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত লাগবে।
- কিছু মুখোরোচক কথাবার্তা চালিয়ে যেতে হবে।
- একজন ভালো শ্রোতা হয়ে উঠুন।
- কারো সাথে দ্বিমত থাকলে কখনো কখনো সেটি মুখ খুলে বলা যাবে না।
- কার মনে কি চলে,আগে সে বিষয়টি বিবেচনা করুন; বোঝার চেষ্টা করুন।
- মাঝে মাঝে অন্যের সাথে সহমত পোষণ করুন।