কথায় জড়তা বা তোতলামির কি কোনো প্রতিকার আছে?
আমার বয়স ১৮. বছর দুয়েক আগে একটা ঘটনায় আমি mentally খুব depressed হয়ে পড়ি। তারপর থেকে ধীরে ধীরে প্রবলেম টা তৈরি হতে থাকে। এখন আগের মতো বন্ধুদের সাথে প্রানবন্ত হতে পারি না। কিংবা কারো সাথে আলাপচারিতায় লজ্জাবোধ করি ও তোতলাই। এসবের জন্য বর্তমানে আমি বিষন্নতায় ভুগছি।
Add Comment
আপনি নিয়মিত সকাল ও রাতের বেলা বই এর রিডিং মুখস্ত মত পড়তে থাকুন। ৭ দিন পর ফলাফল আপনি বুযতে পারবেন।