কথা কম বলার উপায় কী?
কথা কম বলার অনেক উপকার রয়েছে।
নিম্নে তা উল্লেখ করা হলো
- মানুষের কাছে মূল্য পাওয়া যায়।
- বেশি কথায় বিপদ ডেকে আনে।
- বেশি কথা বলার কারণে হঠাৎ করে অজান্তে মিথ্যা কথা বলা হয়ে যায়।
- বেশি কথা বলার কারণে মানুষ আপনার কোথায় দুর্বলতাটা বুঝে ফেলে।
- জ্ঞানীগণ কখনো বেশতি কথা বলে না।