কথা কম বলার উপায় কী?
প্রথমত আমি বলব, আপনি কথা বেশি বেশি বলুন কিন্তু আপনার কথা যেন উপকারী হয়।আর যদি কথা উপকারী না হয় তাহলে নিম্নোক্ত টিপসগুলো এপ্লাই করতে পারেন।
১/রেফারেন্স ছাড়া কোন কথা বলবেন না।
২/কথা বলার শুরুতে একটু ভাবুন,যেই কথাটা বলবেন তাতে শ্রোতার কতটুকু উপকার আসবে।উপকারে না আসলে বেহুদা কথা বলে নিজের ওজন কমায়েন না।
৩/ যারা বেশি কথা বলে তার সাথে একটু সময় দেন, এবার দেখুন কেমন বিরক্ত লাগে ।