কথা কম বলার উপায় কী?
কথা কম বলার উপায় কী?
Add Comment
০১) বই পড়া শুরু করেন। আপনার আশেপাশে দেখিয়েন যারা বই পড়ে তারা কথা কম বলে। বই পড়লে আপনার চিন্তাভাবনা উন্নত হবে এবং কথাবার্তা বলার সময় নিয়ন্ত্রণ আসবে।
০২) পারলে কিছু বাঁচাল বন্ধুদের সাথে সময় কাটান। তাহলে বুঝতে পারবেন যে বেশি কথা বললে কতখানি বিরক্তি লাগে। তবে কোনোভাবেই আপনি একটা ওয়ার্ড বলতে পারবেন না।
০৩) শুনুন বেশি করে অর্থাৎ ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন।
০৪) ভাবুক হোন। অর্থাৎ একটা লাইন বলার আগে চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন।
০৫) একটা কথা মনে রাখবেন, Silence is the best answer of all stupid questions. সো যত কম কথা বলবেন ততই বাচবেন।