কথা কম বলার উপায় কী?
কথা কম বলার উপায় কী?
Add Comment
কথা কম বলবার জন্য জ্ঞানী হতে হবে , বেশির দেখবেন শিক্ষিত জ্ঞানী ব্যাক্তিরা বলে কম শুনে বেশি । তাই বেশি শুনবেন কম বলার চেষ্টা করেন এখন থেকে , আর বই পড়েন, আর অগাডা ব্যাক্তিদের সাথে তর্কে জড়াবেন না। কেউ আপনাকে উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করলে চুপ করে শুনে থাকবেন। রাগ একটু হবে But নিয়ন্ত্রণ করতে হবে। Control করা খুবই গুরুত্বপূর্ণ নাইলে কথা কম বলা প্রাকটিস করতে পারবেন না।