কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, কী উপায়?

    কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, কী উপায়?

    Train Asked on January 23, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      এসব প্রশ্ন যখন আমাকে জিজ্ঞেস করা হয়, তখন আমি সেটাই করি যেটা আমি সব থেকে ভালো করতে পারিঃ গল্প বলা!!

      “Hollywood”-এ একজন অভিনেতা আছেন। নাম Cruise।
      হ্যাঁ, Tom Cruise!

      এনাকে এখন কে না চেনে!
      ৫৯ বছরের, ৬০ কোটি ডলারের ( $600M) মালিক, এই “অসম্ভব বিখ্যাত” অভিনেতা।

      কিন্তু, এনার পুরো জীবনটা এরকম মৃসণ ছিল না।

      ‘রুক্ষ শৈশবকাল’ কাকে বলে জানো?
      এনাকে দেখে জানবে।

      দরিদ্র্য এক পরিবারে জন্ম, Cruise-এর।

      এটাই যেন যথেষ্ট ছিল না, তাঁর বাবা ছিলেন একজন “গালিগালাজপূর্ণ” (abusive) ভদ্রলোক, যিনি হামেশাই মদ্যপান করতেন, ও তারপর, পান থেকে চুন খসলেই তাঁর ছেলেকে মারতেন, বা গালি দিতেন।

      তারপর, একটা সময়ে তাঁর পরিবার কানাডাতে গিয়ে বসবাস শুরু করল, কারণ Tom Cruise-এর বাবা Canadian Armed Forces-এ চাকরি পেলেন।
      কিন্তু তিনি কি করলেন?
      কানাডাতে গিয়েই “divorce” করলেন তাঁর স্ত্রীর সাথে।

      Tom Cruise-এর মা জীবন-মৃত্যুর লড়াই একা লড়ে গেলেন, তাঁর এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে!
      একজন সামান্য শিক্ষিকা ছিলেন তিনি।

      ——————————————————————————————————

      Tom Cruise-এর ছিল Dyslexia বলে একটা রোগ, যার কারণে ইনি ভালো করে কিছুই পড়তে পারতেন না।
      অথচ এনার শখ অভিনেতা হওয়া

      তাই উপায়?
      Genius ছিলেন Cruise!

      অভিনয়ের জন্য একটা অনন্য উপায় অবলম্বন করলেন।

      • প্রথমে নিজের short-coming-এর সাথে পরিচিত হওয়া। ওনার জন্য ছিলঃ Script পড়তে ও বুঝতে না পারা।
      • তাই, উনি কি করতেন?
        চলচ্চিত্রের Director, Cast Manager, Co-Actor, এনাদের সাথে নিজের চরিত্রের ব্যাপারে আলোচনা করতেন। বুঝতে চেষ্টা করতেন, যে নিজের চরিত্রটা ঠিক কী কারণে চলচ্চিত্রে আছে।
        মানে, চলচ্চিত্রে নিজের চরিত্রের কি গুরুত্ব।
      • তারপর, এনার চরিত্রের dialogue-গুলো মোটামুটি করে চোখ বুলিয়ে নিতেন।
        একটা সংক্ষিপ্ত ধারণা করে নিতেন নিজের চরিত্রের।
      • তারপর আর কি?
        কিছু সংলাপ স্ক্রিপ্ট থেকে, কিছু সংলাপ নিজেই বানিয়ে, কিছু সংলাপে একটু বদল এনে, ইনি তৈরি করে দিতেন একটার পর একটা Blockbuster!

      ——————————————————————————————————

      স্বপ্নের মতো অভিনয় করেন Tom Cruise।

      কিন্তু তাও, তিনি অভিনয় জগতের সর্বোচ্চ সম্মান, Oscar একবারও পাননি!
      কিন্তু, তাও কমে যেতে দেননি কনফিডেন্সকে!

      Professor Answered on January 23, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.