ছোট প্রশ্ন হলেও, উত্তরটা অনেক বড় এবং জটিল। খুব সংক্ষেপে বলি। কম্পিউটার এ ভাইরাস হলে প্রথম যা বুঝবেন তা হলো, আপনার কম্পিউটার আর আগের মত স্বাভাবিক আচরণ করবে না। ক্যাসপারস্কি’র ওয়েব সাইট এ অস্বাভাবিক আচরন বলতে বুঝিয়েছে:
১। আপনার কম্পিউটার অদ্ভুত আচরণ করে একটি উপায় যা আপনি আগে দেখেননি, বা শোনেননি
২। আপনি অপ্রত্যাশিত বার্তা বা ইমেজ দেখতে পাবেন
৩। আপনি অপ্রত্যাশিত শব্দ শুনতে পাবেন
৪। প্রোগ্রাম আরম্ভ হবে বা বন্ধ হবে অপ্রত্যাশিতভাবে
৫। আপনার ব্যক্তিগত ফায়ারওয়াল আপনাকে বলবে যে একটি প্রোগ্রাম ইন্টারনেট সংযোগের চেষ্টা করেছে
৬। আপনার কম্পিউটার ঘন ঘন হ্যং হবে, বা স্লো হয়ে যাবে
৭। প্রচুর সিস্টেম এরর মেসেজ পাবেন
৮। অপারেটিং সিস্টেম লোড হবে না
৯। সয়ংক্রিয় ভাবে ফাইল বা ফোল্ডার মুছে যেতে থাকবে
১০। এছাড়া আরো অসংখ্য রকম ঘটনা ঘটতে থাকবে যা আপনি আগে ঘটতে দেখেনে নি।
তাই, “কেমন করে বুঝব কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে” এই প্রশ্নের জবাব খুঅজার চেয়ে এক্ষুনি ভালো একটা এন্টিভাইরাস কিনে ইনস্টল করে ফেলুন।