ডিলিট করা ফাইল মেমোরির যে স্থানে অবস্থান করছিল, সে স্থানেই অবস্থান করে। যে ড্রাইভে আপনি ফাইলটি রেখেছিলেন, সেখানে যদি নতুন কোন ফাইল কপি করেন বা তৈরি করেন ও তার সাইজ যদি যথেষ্ট হয়, তাহলে তা ডিলিট করা ফাইলের ওপর দিয়ে ওভার-রাইট করতে পারে। যদি তা না হয় , তবেই আপনি ফাইল পুনরুদ্ধার করতে পারবেন।
মেমোরির স্থান ব্যাপরটা যদি না বুঝতে পারেন, তবে কম্পিউটারে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার প্রোগ্রামটি চালু করুন। দেখতে পারবেন, বড় কোন ফাইল, যদি জায়গা কম থাকে, তাহলে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে।