কম্পিউটার পিসি সাজাতে গেলে কি কি প্রয়োজন হয়?
একটি কম্পিউটার সাজাতে কি কি ধরনের পার্টস ব্যবহার করা হয়ে থাকে?
Add Comment
একটি কম্পিউটার সাজাতে গেলে, যে পার্টস গুলোর লাগবে । অর্থাৎ পিসিতে এই পার্টসগুলো পর্যায় ক্রমে হবে । তবে পিসি সাজাতে যে গুলো প্রয়োজন,
- CPU বক্স
- পাওয়ার সাপলাই
- মাদার বোর্ড
- হার্ড ডিস্ক
- র্যাম
- প্রসেসর
- সিডি ড্রাইভ এইটি লাগাতেও পারেন বা না লাগালেও হবে । তবে সিডি ড্রাইভ লাগালে ভালো হয় ।