কম্পিউটার ভাইরাস কাকে বলে, ব্যাখ্যা করুন ?
কম্পিউটার ভাইরাস কাকে বলে, ব্যাখ্যা করুন ?
Add Comment
কিছু মানুষ আছেন যারা অন্যের ক্ষতি করতে ভালোবাসেন। এই রকম কিছু মানুষ এমন কিছু সফ্টওয়্যার বা প্রোগ্রাম তৈরি করেন যার প্রভাবে অনেক কম্পিউটার বিগড়ে যায়, নষ্ট হয় সংরক্ষিত তথ্য এমনকি প্রোগ্রামও। এই রকম একটি প্রোগ্রামের নাম লজিক বোম। এর মধ্যে কতগুলি নির্দেশ থাকে। এক বার কম্পিউটারে ঢুকে পড়তে পারলে কম্পিউটারের সমস্ত প্রোগ্রামের কন্ট্রোল চলে আসে এর হাতে। ভাইরাস কম্পিউটার প্রোগ্রামের সাথে যুক্ত থাকে। অধিকাংশ সময় এর দেখা মেলে অপারেটিং সিস্টেমের মধ্যে যে কোনো প্রোগ্রামের সংস্পর্শে এলেই এটি কপি হয়ে যায়। মূলত ডিষ্কের মাধ্যমেই ভাইরাস সংক্রমিত হয়। এছাড়া আছে কীটাণু বা ওয়র্ম। এগুলি কম্পিউটারে ঢুকে নিজেদের কম্যান্ড তৈরি করে। তাতে কম্পিউটারের আদত কম্যান্ডগুলি অকেজো হয়ে যায়।