কষ্টের সময় আপনি কিভাবে তার মোকাবিলা করেন?
কষ্টের সময় আপনি কিভাবে তার মোকাবিলা করেন?
কষ্টের মোকাবিলা করা তো চাট্টিখানি কথা নয়! সবসময় যে মোকাবিলা করে খুব একটা পেরে উঠি তাও নয়! সময়ই সব কষ্ট ভুলিয়ে দেয় আস্তে আস্তে! তাও কিছু কষ্ট মনের গহীনে চুপটি করে লুকিয়ে থাকে আর হুটহাট জ্যান্ত হয়ে আবেগতাড়িত করে দেয়!
অনেক কষ্ট হলে কখনো স্তব্ধ হয়ে নির্বাক হয়ে যাই! কাউকে এ নিয়ে কিছু জানাতেও ইচ্ছে করে না তখন! আবার মাঝে মাঝে এক কোণে গিয়ে চুপিচুপি কান্না করে মনটা কিছুটা হালকা করে নেই! পরম করুণাময়ের কাছে সান্ত্বনা খুঁজে ফিরি! আর যদি মন অনেক বেশি ভারাক্রান্ত হয়ে যায় তবে চুপটি করে বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ি! ঘুমের রাজ্যে হারিয়ে যাই, যেখানে হারিয়ে যাবার নেই মানা! ঘুম দিয়ে উঠলেও মনটা অনেক হালকা হয়! আমার কাছে সব কিছুর মহাষৌধ হল ঘুম!
তবে সত্যি বলতে কষ্ট এমন একটা ব্যাপার যেটাকে আপনি রাতারাতি বিদায় জানাতে পারবেন না! এসময় নিজেকে নিজের কিছুটা সময় দেয়াটা খুবই জরুরি! সময়ের সাথে সাথে সব কষ্টই একদিন ম্লান হয়ে যায়! হয়ে যায় অনুভূতিশূন্য!
পৃথিবীর সবাই হাসিখুশি থাকুক সে প্রার্থনাই করি!