কাঁদুনে গ্যাস চোখে জ্বালা ধরায় কীভাবে?
কাঁদুনে গ্যাস চোখে জ্বালা ধরায় কীভাবে?
Add Comment
টিয়ার বা কাঁদুনে গ্যাস মূলত বেশ কয়েকটি গ্যাসের সমষ্টি। ক্ষার জাতীয় পদার্থের মিহিগুঁড়া এবং কিছু তরল রাসায়নিক পদার্থের সমন্বয়ে এই গ্যাসে গঠিত হয়। টিয়ার গ্যাসের গাঠনিক পদার্থগুলো মানুষের চোখের স্নায়ুগুলোকে সাময়িক সময়ের জন্য অক্ষম করে দিতে সক্ষম বিধায় এ গ্যাস চোখে গেলে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় এবং চোখের জল কান্না হয়ে বেরিয়ে আসে।