কাউকে আজীবনের জন্য ভুলে থাকার উপায় কী?

    কাউকে আজীবনের জন্য ভুলে থাকার উপায় কী?

    Train Asked on December 30, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      এই বিষয়ের উত্তরটা দেওয়ার আগে প্রথমে একটা গল্প বলি, একজন ব্যক্তি একজন সাধুর কাছে গিয়ে বলল যে আপনি আমাকে এমন একটা কিছু দেন যার দ্বারা আমি একদিনে ৫ কোটি টাকা কামাতে পারবো। তখন সাধু কি করলো একটা মিষ্টি গুড়ের টুকরো দিল এবং বলল এটার মূল্য পাঁচ হাজার টাকা তুমি এটা রাতে ঘুমানোর আগে খাবে এবং সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার ঘরে ৫ কোটি টাকা রয়েছে। তখন সে ব্যক্তি ৫ হাজার টাকা দিয়ে সাধুর কাছ থেকে সে গুড়ের টুকরোটি কিনে নিল। সাধু ব্যক্তিটিকে একটি সতর্কবার্তা দিলেন এবং বললেন তুমি যখন গুড়ের টুকরোটি খাবে তখন কোন মতেই আপেলের কথা মনে করতে পারবেনা, আর যদি ভুল করেও আপেলের কথা মনে আসে তাহলে কিন্তু গুড়ের টুকরোটি কাজ করবে না। তখন ব্যক্তিটি চলে গেল এবং প্রায় ১ বছর পর সাধুর কাছে ফিরে এলো এবং বলল যে আমি কোনমতেই আপনি যা বলেছিলেন তা করতে পারলাম না। কারণ গত ১ বছর ধরে যখনই গুড় খেতে যাব তখনই আপেলের কথা মনে পড়ে। এই গল্প থেকে বোঝা যায় যে আমরা কোন জিনিস খুব সহজে ভুলতে পারবো না। তবে আমরা এই কাজটি করার চেষ্টা করতে পারি। আমার মনে হয় না যে কেউ কোন জিনিস ভুলতে চাইলে সেটা ভুলতে পারবে কারণ যদি কেউ কোন জিনিস ভুলতে চায় তাহলে তার সেটি আরো বেশি করে মনে পড়ে।

      এখন যে কাজগুলো করতে পারেন সেগুলোর ব্যাপারে আমার যতটুকু জানা আছে তা থেকে বলতে পারি যে কাউকে চিরতরে ভোলাটা সম্ভব নয়। কারণ আমাদের ব্রেইন তো আর মেমরি স্টোরেজ না যে একটা স্মৃতি ডিলিট করে দিলেই হল, আর সেটা মুছে গেল। তবে কিছু কাজ আছে যেগুলো করলে তার কথা কম মনে পড়বে সেগুলো হলো,

      প্রথমে যে গল্পটা বললাম তা থেকে কি কিছু বুঝতে পেরেছো, যদি না পারো তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, প্রথমত আপনার মাথা থেকে এই চিন্তা বাদ দিতে হবে যে তুমি তাকে ভুলতে চাও।

      দ্বিতীয়ত আপনি আপনার কাজের দিকে বেশি মনোযোগ দিন

      তৃতীয়ত তার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিন

      চতুর্থ তাকে সর্বদাই ইগনোর করুন

      তবে আমার মতে পঞ্চম কাজটি সবথেকে বেশি এফেক্টিভ যখনই তার কথা মনে আসবে তখনই তাকে কিছু গালি দিবেন। আমি জানি গালি দেওয়া ঠিক নয় তবে এটা আমার জীবনে অনেক ভালো কাজ করেছে তাই আপনাকে বলছি আপনি করে দেখতে পারেন।

      আর সর্বশেষে এটি বলবো যে এই কাজগুলো করলে অবশ্যই আপনি সুফল পাবেন।

      Professor Answered on December 30, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.