কাউকে কিভাবে একেবারে ভুলে যাওয়া যায়?
কাউকে কিভাবে একেবারে ভুলে যাওয়া যায়?
Add Comment
- তার উপর হতে ভালোবাসার হাতটা সরিয়ে নিন।
- নতুন নতুন কাজে ব্যস্ত হয়ে পড়ুন।
- যেকোনো ধরনের পরিবর্তনকে উদারভাবে গ্রহন করুন।
- যাকে ভুলতে চান,সামাজিক মাধ্যমসহ অন্য সবখানে তাকে এড়িয়ে চলুন।
- তার উপর ভুলেও গোপন নজরদারি করা যাবে না।
- যাকে ভুলতে চান,তাকে পাত্তা দেয়া কমিয়ে দিন।
- নতুন নতুন বন্ধু বানান।
- বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করুন।
- বহুমুখী চিন্তার প্রসার ঘটান।
- মাঝে মাঝে জীবনকে উপভোগ করুন ও মজা করুন।
- বিপরীত লিঙ্গের সঙ্গীদের সাথে বেশি টাইম অতিক্রম করুন।
- আপনার শখ এবং আগ্রহ আছে,এমন বিষয়গুলোতে বুঁদ হয়ে থাকুন।