কাউকে নিয়ে সমালোচনা করা কি ঠিক?
কাউকে নিয়ে সমালোচনা করা কি ঠিক?
আচ্ছা এটা কি একটা কথা হলো ? Quora তে এমন প্রশ্ন করলে কি কেউ বলবে …” হ্যাঁগো হ্যাঁগো সমালোচনা করা খুব উচিত । আমি তো খুব করি । না করলে জানো আমার কিডনিতে স্টোন হয়ে যায়।” হুহ্। বরং কেউ কেউ বলেই বসবে…সমালোচনা একজেক্টলি কি জিনিস ? এটা কি স্থাবর না অস্থাবর ? এটা ডাইরেক্ট খায় ..না এটা দিয়ে নিমকি বানায় ?
ঠিক বেঠিক জানি না। আমার মতে পৃথিবীতে নব্বই শতাংশ মানুষ পরের সমালোচনা করে। এই ব্যাপারে স্ত্রী পুরুষের ভেদাভেদ নেই। মেয়েরা একধরণের করে আর ছেলেরা আরেক ধরণের।
মেয়েদের সমালোচনা : –
ক) দেখেছিস ঐ মেয়েটাকে ? নিজেকে যে কি ভাবে ? ঢঙ যত। চুলে রঙ করেছে দ্যাখ ..মনে হচ্ছে শনের নুড়ি। লাগছে যেন কেউ মাথায় এক বান্ডিল খড় নিয়ে চলেছে। আমার বাবা ওসব পোষায় না। ভগবান কালো চুল দিয়ে জন্ম দিয়েছেন..আমি বাবা ঐ কালো চুল নিয়েই চিতায় উঠব।
খ) গাড়ী থেকে নামল যেন রাজরানী । কলেজে গাড়ী করে আসার কি হয়েছে রে ? বাবার পয়সায় ফুটানি দেখাচ্ছে আরকি। । ওর বাবার ব্যাপার স্যাপার জানা আছে। কালো টাকার ওপর বসে আছে বুড়ো…লজ্জা নেই সরম নেই। আমার বাবা অমন হলে সুইসাইড করতাম।
গ) এই শুনেছিস মিস্টার দত্তের বুঝি মিস্টার রায়ের শালীর সাথে ইন্টুমিন্টু চলছে। বোঝ কান্ড ! আর মিসেস রায় আমার কাছে গদগদ হয়ে স্বামীর এত প্রশংসা করে যে আমার হাসি পেয়ে যায়। হুহ্…শাক দিয়ে মাছ ঢাকছেন দিদিমণি। আমি যেন কিচ্ছু বুঝি না আরকি। হি হি হি ।
ছেলেদের সমালোচনা :-
ক) শালা হারামী, নিজের মুরোদ নেই আর বসের ব্রিফকেস বয়ে বয়ে প্রমোশনটা নিয়ে নিল। দেখলেন তো দাদা..খাটলাম আমি আর আমিই হয়ে গেলাম এখন জুনিয়র।
খ) আরে ওটা তো আমার এক্স গার্লফ্রেন্ড ! আচ্ছা , এখন একটা বড়লোককে পাকড়াও করেছে ? কিছুদিন পর ছেলেটা বুঝবে ঠ্যালা। হাহাহাহা…বাসী জিনিস পেয়েছে।
গ) দেশ হলো গিয়ে আমেরিকা বুঝলেন ? ( পুচুৎ করে রাস্তায় পিক ফেলে) ঝাঁ চকচকে চারিদিক। একটা কাগজের টুকরো পাবেন না । ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও একটু ধুলো পাবেন না মশাই। ভীষণ ডিসিপ্লিনড ওরা..দেশকে ওরা বড্ড ভালবাসে সেটা দেখেও কিন্তু সুখ । ঐ আরকি মেয়েছেলেরা শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় ..দেখতে একটু দৃষ্টিকটু লাগে যদিও তবুও ওদের কিন্তু মানায় বেশ। ফর্সা টুকটুকে মানুষজন। আর এদিকে দেখুন আমাদের দেশ? চারিদিকে নোংরা ময়লা ধূলো। দেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার কারো কোনো গা নেই। আর কতকগুলো খেদি পেঁচি শার্ট প্যান্ট পরে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে ..দেখলে মনে হয় দিই আচ্ছা সে। আমি তো ছেলেকে বলে দিয়েছি ফিরবি না এই দেশে। কি আছে এখানে আপনিই বলুন ? আমি শুধু সরকারি পেনশনটার জন্য পড়ে আছি এখানে..এত মোটা টাকা তো আর ছাড়া যায় না বলুন ?