কাউকে বিয়ে করার আগে কী কী বিষয়ে জানা উচিত?
কাউকে বিয়ে করার আগে কী কী বিষয়ে জানা উচিত?
Add Comment
- দেখতে হবে মানুষটি উদার এবং মানবিক কিনা।
- দেখতে হবে মানুষটি সৎ এবং সত্যবাদী কিনা।
- মানুষটি পরমতসহিষ্ণু কিনা!অর্থাৎ বাকস্বাধীনতায় বিশ্বাস করে কিনা,তা জানা উচিত।
- দেখতে হবে মানুষটি গণতন্ত্রমনা কিনা।
- দেখতে হবে মানুষটি পরিষ্কার-পরিচ্ছন্ন কিনা।
- দেখতে হবে মানুষটি কুটনামি করেন কিনা।
- দেখতে হবে মানুষটির হট এবং সেক্সি কিনা।
- দেখতে হবে মানুষটি খুঁতখুঁতে স্বভাবের কিনা।
- দেখতে হবে মানুষটি হিংসুক এবং প্রতিহিংসাপরায়ণ কিনা।
- মানুষটির মনোভাব এবং ব্যক্তিত্বের ধরন কেমন,তা দেখতে হবে।
- দেখতে হবে মানুষটি দূরদর্শী,প্রগতিশীল,স্মার্ট এবং আধুনিক কিনা।
- দেখতে হবে মানুষটি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট।
- দেখতে হবে মানুষটি আত্মবিশ্বাসী এবং সাহসী কিনা।
- দেখতে হবে মানুষটি অন্যের গোপনিয়তা রক্ষা করতে পারেন কিনা।
- দেখতে হবে মানুষটির মধ্যে ন্যায্যতা রয়েছে কিনা।
- দেখতে হবে মানুষটির মধ্যে উগ্রতা এবং ধর্মান্ধতা রয়েছে কিনা।
- দেখতে হবে মানুষটি আসলে কি চায়?