কাউকে বিয়ে করার আগে কী কী বিষয়ে জানা উচিত?

    কাউকে বিয়ে করার আগে কী কী বিষয়ে জানা উচিত?

    Train Asked on June 10, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      কাউকে বিয়ে করার আগে কি কি বিষয়ে জানা উচিৎ তা ডিপেন্ড করে আপনি নিজের জীবনসঙ্গী হিসেবে কোন টাইপের ব্যক্তিকে বিয়ে করতে ইচ্ছুক।

      আমি মনে করি এই জিনিসটা নারী ও পুরুষের জন্যেই সমানভাবে জরুরী।

      দেখুন, আপনারা সবাই modern যুগের লোক। তাই এই নারীবাদী অপরাধী’দের জামানায় আপনাকে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

      তাই ৫০/৬০ বছর পূর্বে আপনাদের বাপ দাদার যুগে ওনারা যে জিনিস গুলো ফলো করে বিয়ে করত, আমার-আপনার/বাকিদের জন্য এই যুগে তা ফলো করলে মাঠে মারা পড়বেন!

      চরিত্রবান ও ভালো নারী ও পুরুষের জন্য :

      আপনি যদি কোনো ভালো নারী/পুরুষ হয়ে থাকেন, অলওয়েজ try করবেন যাতে কোন থিওরি এপ্লাই করে আপনারা নিজেদের জন্য আপনাদের টাইপের ব্যক্তিকে স্বামী/স্ত্রী হিসেবে পেতে পারেন।

      আপনাদের যদিও বলার দরকার নেই যে toxic ফালতু, এন্টি-সোশ্যাল, বিষাক্ত, absurd ও biased নারীবাদ নামক বিচারধারা ও এটার অনুসারী সাইকোপ্যাথ সিক-পার্ভার্ট নারীবাদী’দের (feminist নারী/কাপুরুষ) থেকে হাজার মাইল দূরে থাকবেন, তবুও ফর দ্যা লাস্ট টাইম এটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি।

        • In addition, আপনারা সুস্হ মস্তিষ্কের ভালো ও চরিত্রবান/চরিত্রবতী মহিলা ও পুরুষেরা আপনাদের মতই ভালো ও চরিত্রবান/চরিত্রবতী মহিলা ও পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বাছাই করে বিয়ের পথে পা বাড়াবেন।

      যেভাবে একজন চরিত্রবান পুরুষ হিসেবে একজন চরিত্রবতী মহিলাকেই বিয়ে করবেন, সেভাবেই একজন ভালো ও চরিত্রবতী মহিলা একজন ভালো ও চরিত্রবান পুরুষকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বিয়ে করবেন।

      Both মহিলা ও পুরুষ — একে অপরের সাথে নিজেদের পাস্ট/ অতীত জীবন এর ভালো-মন্দ সবকিছু নিয়ে খোলাখুলি আলাপ করে নেবেন! কিছু গোপন করবেন তো দুজনই ক্ষতির সম্মুখীন হবেন, today or tomorrow!

      • অর্থনৈতিক ব্যাপারগুলো দুজন আলাপ করে নেবেন কারণ বিয়ের পর এগুলো নিয়ে তর্কাতর্কি করাটা ছোটোলোকি/ ছোটলোকের কাজ!
      • আলাদা থাকবেন নাকি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে থাকবেন, এটাও দুজন আগেই ঠিক করে নেবেন।
      • আমি মনে করি, আর বাকি যে ছোটোখাটো বিষয়গুলো আছে তা আপনাদের বাচ্চাদের মতো বুঝিয়ে বলার দরকার পড়বে না।

      আর হ্যাঁ পরিশেষে বলবো, স্বামী – স্ত্রী দুজনই যে ধর্মের লোকই হয়ে থাকেন — টক্সিক feminism / বিষাক্ত নারীবাদ নামক বিচারধারা কে বর্জন করবেন এবং এটার ছোবল খেয়ে নিজেদের বৈবাহিক জীবন, সংসার সবকিছু হারানোর বোকামি করবেন না, যে বোকামি করে কোটি কোটি স্বামী/স্ত্রীর জীবন অলরেডি নষ্ট হয়ে গেছে। ভুলেও আপনারা দুজন স্বামী/স্ত্রী এই মরণফাঁদে পা দেবেন না।

      খবরদার 🙏

      • আপনাদের সুখী দাম্পত্য জীবন কামনা করছি।

      ভালো থাকবেন।

      Professor Answered on June 10, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.