কাউকে ভালোলাগা আর কারো প্রেমে পড়ার মধ্যে পার্থক্য কী?
কাউকে ভালোলাগা আর কারো প্রেমে পড়ার মধ্যে পার্থক্য কী?
Add Comment
সোজা ভাষায় বলি মানসুরা দিদি?
আপনার ভালোলাগা যদি ৪ মাসেরও বেশি সময় ধরে থাকে, অর্থাৎ ঐ ৪ মাসে আপনি আর কারো প্রতি আকৃষ্টও হননি! তাহলে আপনি প্রেমে পড়েছেন।
তবে সেই ৪মাসে যদি আপনার আরো অনেকজনকে পছন্দ হয়ে যায় তাহলে সেটা প্রেম পর্যন্ত যাওয়ার সুযোগই পায়না!
ভালোলাগাকে বর্তমানে আমরা ক্রাশ বলে থাকি। আর প্রেম হলো একটি স্বর্গীয় অনুভূতি (^_^) প্রেমে পড়লে আপনি সারাদিন সেই মানুষটিকে ভেবেই কাটিয়ে দিতে পারবেন।