কাউকে মানসিক চাপে ভুগতে দেখলে অন্যরা হাসে কেন?
কাউকে মানসিক চাপে ভুগতে দেখলে অন্যরা হাসে কেন?
Add Comment
সবাই একই কারণে হাসে না। সাধারণত অস্বাভাবিক কিছু দেখলে আমাদের হাসি পায়—সেইহেতু মানসিক রোগীর অস্বাভাবিক আচরণ হাসির কারণ হতে পারে, আবার অন্যের দুরবস্থা দেখলে যারা আত্মপ্রসাদ লাভ করে তারা ওই মানসিকতার জন্য হাসতে পারে।যেমন কেউ হঠাৎ আছাড় খেলে আমরা সাধারণতঃ হেসে ফেলি—কিন্তু ঐ ব্যক্তি আমাদের আত্মীয় হলে হাসি না বরং উদ্বিগ্ন হয়ে দৌড়ে যাই। এইরকম হাসির পেছনে নানা সুক্ষ কারণ থাকতে পারে।