কাচা পেঁয়াজ খেলে কি হয়?
কাঁচা পেঁয়াজের উপকারিতাঃ
- মুখের বদ-গন্ধ দূর করে।
- খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়।
- জ্বরের প্রকোপ কমায়।
- ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে।
- ইনসমনিয়ার মতো রোগের প্রকোপ কমাইয়।
- পুড়ে গেলে কাজে আসে।
- আঁচিল দূর করে সেখানে লাগালে।
- স্মৃতিশক্তির উন্নতি ঘটায়।
- কাশির প্রকোপ কমায়।
স্বাভাবিক মাত্রায় খাওয়া অনেক ভাল। তবে অতিরিক্ত খাবেন না।