কাছের বন্ধুরাই অবহেলা করে, গুরুত্ব দেয় না কী করব?
কাছের বন্ধুরাই অবহেলা করে, গুরুত্ব দেয় না কী করব?
Add Comment
যারা তোমাকে এড়িয়ে চলে, যারা তোমাকে বোঝে না, যাদের কাছে তুমি শান্তি পাও না, তাদের সাথেই কেন তোমার মিশতে হবে? তুমি নিজের মত থাকো। নিজের কাজে মন দাও। সবার সাথে খুব ঘনিষ্ট হয়ে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। কাছের বন্ধুর সংখ্যা কম হয়। আর মানষের সবচেয়ে কছের ও সবচেয়ে বড় বন্ধু সে নিজেই। নিজেকে ভা্লোবাসো। পাখির বাচ্চা সবসময় নিজের ডানার উপরে ভরসা রাখে। তাই তার ডাল থেকে পড়ে যাবার ভয় থাকে না। নিজের ঊপর ভরসা রাখো।