কাছের মানুষগুলির কাছে সস্তা হয়ে গেলে কী করা উচিত?
বর্তমান সময়ে কারো সাহায্যের প্রয়োজনবোধ করি না। ইন্টারনেটে সবকিছু পাওয়া যায় আজকাল। আপনি কোনোকিছু শিখতে চান, পরামর্শ প্রয়োজন, চাকরি প্রয়োজন এসবের সবকিছু পেয়ে যাবেন ইন্টারনেটে।
আমার ভার্সিটির রোটার্যাক্ট ক্লাবে ফাউন্ডেশন ডিরেক্টরের দায়িত্বে আছি। ভার্সিটি ফার্স্ট ইয়ারের ছাত্র হয়েও ক্লাবে বিভিন্ন ট্রেনিং সেশন নিয়ে থাকি। বিভিন্ন ক্লাব আমাকে প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে বলে। তারা আমাকে দিয়ে তাদের বিভিন্ন কাজ করিয়ে নেয় ফ্রিতে। ইদানিং খেয়াল করলাম তাদের কাজ করে দেওয়ার ফলে আমি আমার ব্যাক্তিগত কাজ করার সময় পাই না। সবার কাজ করে দিতে গিয়ে সস্তা হয়ে গেছি। তাই আস্তে আস্তে সব ক্লাব থেকে সরে আসতেছি।
এক বছর আগেও আমার কাছে আত্নীয়, বন্ধু, এলাকার মানুষ বিভিন্ন সাহায্য চাইতো। আর আমিও বোকার মতো সবার সাহায্য করে দিতে গিয়ে সবার কাছে সস্তা হয়ে যেতে থাকি। যখন অনুভব করলাম সবার কাছে সস্তা হয়ে গেছি, সবাই আমাকে ব্যবহার করছে তখন থেকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে থাকি।
আপনার কাছে যদি আইডিয়া থাকে, যদি মুক্তচিন্তার অধিকারী হতে পারেন, যদি নলেজ থেকে, চিন্তাশক্তি থাকে তাহলে কাউকে প্রয়োজন নেই। সবার আগে ব্যাক্তিগত উন্নয়ন, তারপর অন্য কাউকে সাহায্য করার চিন্তা করতে পারেন। তবে আত্নউন্নয়ন হতে হবে দেশ ও পৃথিবীর স্বার্থে।
আপনি যদি বিজ্ঞানী হতে চান, তাহলে আপনার যাতে পরিকল্পনা থাকে আপনার গবেষণার মাধ্যমে দেশ ও পৃথিবীর সমস্ত মানবজাতির উন্নয়নের লক্ষ্যে গবেষণা করে যাওয়া। তাহলেই আপনি উন্নতির চরম শিখরে যেতে পারবেন। মনে রাখবেন ব্যাক্তিগত স্বার্থ যাতে মূখ্য না হয়।
বর্তমানে যেহেতু নিজের প্রয়োজন নিজেই পূর্ণ করা যায় তাই কারো কাছে সস্তা হওয়ার ও অপশন নেই।