কাজী অফিসে গিয়ে বিয়ে করতে কি কি লাগে?
কাজী অফিসে গিয়ে বিয়ে করতে কি কি লাগে?
যারা ভালবাসার মানুষটিকে কোনভাবেই হাতছাড়া (অবশ্যই প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষের স্বাধীন সম্মতি ক্রমে) করতে চান না কিন্তু পরিবার থেকে সম্পর্ক মেনে নিচ্ছেনা। এমন অবস্থায় অনেকেই কোর্ট মেরেজ বা কাজী অফিসে গিয়ে বিয়ে করার কথা ভাবেন। কিন্তু সঠিক ধারণা না থাকায় ঝামেলায় পড়েন।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা কোর্ট ম্যারেজ বা কাজী অফিসে গিয়ে বিয়ে কিভাবে করতে হবে কিংবা কোর্ট ম্যারেজ কি অথবা কাজী অফিসে বিয়ে কি? কোনটা কি সেই বিষয়ে ধারণা নেই। বিয়ে করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে কোর্ট ম্যারেজ কি এবং কাজীর কাছে কাজী অফিসে গিয়ে কাবিন নামা অর্থাৎ রেজিস্ট্রী কাবিনমুলে বিয়ে কি!
দুই জনের সম্পর্কের মাঝে যখন অনিশ্চয়তা আসে তথন অনেকেই মনে করেন কোর্ট ম্যারেজ করবেন, চলে যান কোর্টে! আসলে কোর্টে কোর্ট ম্যারেজ হয়না। কোর্টে আপনি যাবেন ঠিক তবে কেবল আপনার কাজীর কাছে করা বিয়ের আইনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে। এক্ষেত্রে আগেই আপনাকে কাজীর কাছে রেজিস্ট্রী কাবিনমুলে বিয়ে করে, কোন নোটারী পাবলিকের (সরকারী রেজিস্টার্ড উকিল) কাছে গিয়ে আপনারা প্রাপ্তবয়স্ক এবং স্বজ্ঞানে, স্বেচ্ছায় বিয়ে করেছেন এই মর্মে ১০০ বা ২০০ টাকার স্ট্যাম্পে একটি হলফনামায় সই করে রাখতে হবে। এই হলফ নামাই বিয়ের পর নানান সমস্যার ক্ষেত্রে আপনাদের রক্ষা কবজ হবে।