কারো কাছে আজীবন পছন্দনীয় হয়ে থাকার উপায় কী?
কারো কাছে আজীবন পছন্দনীয় হয়ে থাকার উপায় কী?
Add Comment
- দেখা হলে তাকে টুকটাক প্রশংসা করুন।তবে সেটি যেন চাটুকারিতার পর্যায়ে না পড়ে।প্রশংসা অবশ্যই আন্তরিক হতে হবে।
- দেখা হলে তার নাম ধরে সম্বোধন করুন।এতে করে তার হৃদয়ে আপনার স্থানটি অনেক উঁচুতে গিয়ে পৌঁছবে।
- যার হৃদয়ে স্থান নিতে চান তাকে তার অমিত সম্ভাবনার কথা বলুন।বলুন যে তার মধ্যে অফুরন্ত সুযোগ এবং সম্ভাবনা রয়েছে।
- তাকে বিপদে-আপদে সাহায্য করুন।তার পাশে গিয়ে দাঁড়ান।দুঃসময়ের সঙ্গীকে মানুষ আজীবন মনে রাখে।