কারো কাছে পাত্তা না পাওয়ার কারন কী কী?
কারো কাছে পাত্তা না পাওয়ার কারন কী কী?
Add Comment
- নিজেকে কারো কাছে সস্তা করা পাত্তা না পাওয়ার অন্যতম কারণ।
- নিজেকে যার তার কাছে সহজলভ্য করাও পাত্তা না পাওয়ার কারণ।
- কথা এবং কাজে মিল না থাকা পাত্তা না পাওয়ার কারণ।
- অনেকে আছে মুখে এক;কিন্তু অন্তরে আরেক। এই প্রকৃতির লোকজন পাত্তা কম পান।
- কাউকে অতিরিক্ত পাত্তা দিলে পাল্টা অভিঘাত হিসেবে আপনি পাত্তা কম পাবেন।কাজেই কাউকে অতিরিক্ত কেয়ার করা যাবে না।
- মেপে মেপে কথা না বলে অতিরিক্ত বাকপটুতা দেখানো পাত্তা না পাওয়ার কারণ।
- ব্যক্তিত্বের মধ্যে কোন স্ববিরোধ এবং দ্বিচারিতা থাকাও পাত্তা না পাওয়ার কারণ।
- আর্থিক দৈনতা এবং নেতিবাচক চিন্তা ধারাও পাত্তা না পাওয়ার কারণ।
- পরিস্থিতি না বুঝে হুটহাট বেপরোয়া বক্তব্য রাখাও পাত্তা না পাওয়ার কারণ।
- কাউকে ব্যক্তিগত আক্রমণ করা এবং কারো বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো পাত্তা না পাওয়ার কারণ।
- ব্যক্তিত্বহীনতা পাত্তা না পাওয়ার একটি অন্যতম কারণ।
- জীবনে ব্যর্থতার মাত্রা যত বেশি ভারী হবে, পাত্তা না পাওয়ার সম্ভবনা তত ভারী হবে।
- স্বার্থপর এবং ধান্দাবাজ লোকদের বেশিরভাগ মানুষই কেয়ার করে না।কাজেই স্বার্থপরতা এবং ধান্দাবাজিতাও পাত্তা না পাওয়ার আরেকটি মূল কারণ।