কারো কোন কথাতে কষ্ট পেলে চুপ করে থাকার উপায় কি?
কারো কোন কথাতে কষ্ট পেলে চুপ করে থাকার উপায় কি?
খোঁচা লাগা অনেকাংশে ভুল। খোঁচাকে মতাদর্শ ভাবতে শিখুন। তার মতাদর্শ নিয়ে সে বসে থাকুক।
Because he is content with himself, he doesn’t need others’ approval.
(Lao tzu tao te ching chapter :30)সে নিজের প্রতি সন্তুষ্ট।
এজন্যে তার অন্যদের অনুমোদন লাগে না
Because he has nothing to prove, people can trust his words. (Lao tzu :Tao te ching: chapter:22)
কেউ ভুল বুঝলে তাকে প্রমান করানোর দরকার নেই। আপনি সঠিক। বুঝাতে গেলে উজাবে। প্রমাণ করতে গেলে সন্দেহ করবে। তাই তার মতাদর্শ নিয়ে সে বসে থাকুক।
২) কেউ চেহারা/শরীর নিয়ে খোটা দিলে ক্ষেপবেন না। সবার নিজস্ব বিচার বিবেচনা ও মতাদর্শ আছে।
কেউ স্বীকৃতি দিলেও আমার চেহারা আমার কাছে সেরা। আবার স্বীকৃতি না দিলেও আমার চেহারা আমার কাছে সেরা।
Because he is content with himself, he doesn’t need others’ approval.
(Lao tzu: tao te ching: chapter:30)
৩) আমরা যদি আকাশের চাঁদকে গালি দেই। এতে কি চাঁদের কোন ক্ষতি হয়?
৪) Because he believes in himself, he doesn’t try to convince others (Lao tzu: tao te ching: chapter:30)
বউয়ের কাছে প্রমান করার দরকার নেই যে মা সেরা। বরং বউ তার মতাদর্শ নিয়ে বসে থাকুক।
Because he is content with himself, he doesn’t need others’ approval.
বউ আপনার মাকে খারাপ বললে ক্ষেপবেন না। বউ অনুমোদন বা স্বীকৃতি দিলেও আপনার কাছে আপনার মা সেরা। আবার বউ অনুমোদন বা স্বীকৃতি না দিলেও আপনার কাছে আপনার মা সেরা
আপনার মা নিয়ে আপনি নিজে খুশী ও সন্তুষ্ট থাকলেই যথেষ্ঠ। অন্যদের অনুমোদন/স্বীকৃতিতে যায় আসে না বা মূল্য নেই। তাহলে অন্য লোকে খারাপ বললে ক্ষেপেন কেন?
৫) Because he believes in himself, he doesn’t try to convince others
(Lao tzu: tao te ching: chapter:30)
কারো কাছে প্রমান করার দরকার নেই যে আপনার বাসা বা দোকান সেরা। বরং সে তার মতাদর্শ নিয়ে বসে থাকুক।
Because he is content with himself, he doesn’t need others’ approval.
(Lao tzu tao te ching chapter :30)
কেউ আপনার দোকান বা বাসাকে খারাপ ডিজাইনের বললে ক্ষেপবেন না। কেউ অনুমোদন বা স্বীকৃতি দিলেও আপনার কাছে আপনার দোকান সেরা। আবার কেউ অনুমোদন বা স্বীকৃতি না দিলেও আপনার কাছে আপনার দোকান সেরা
আপনার দোকান বা বাসা নিয়ে আপনি নিজে খুশী ও সন্তুষ্ট থাকলেই যথেষ্ঠ। অন্যদের অনুমোদন/স্বীকৃতিতে যায় আসে না। বা মূল্য নেই। তাহলে অন্য লোকে খারাপ বললে ক্ষেপেন কেন?