কালো জাদু এবং সাদা জাদুর মধ্যে পার্থক্য কি?
জাদু দুই রকম এর নাম শুনেছি। কালো জাদু আর সাদা জাদু। এই দুটি জাদুর মধ্যে আসলে পার্থক্যটা কী?
Add Comment
আমরা অনেকেই জাদুর এই দুইটি ভাগের কথা শুনে থাকি। সত্যিকার অর্থে, কালো এবং সাদা জাদুর অনুষ্ঠানরীতির মধ্যে কোন পার্থক্য নেই। পার্থক্য রয়েছে জাদুটি কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সেখানে। কারো ভালো করার নিমিত্তে যদি জাদুটি ব্যবহৃত হয় তাহলে সেটা সাদা জাদু। আর কারও অমঙ্গলের উদ্দেশ্যে জাদু করা হলে তা হবে কালো জাদু।