কালো বিড়ালকে কেনো দুর্ভাগ্যের প্রতীক বলা হয় কেন?
কালো বিড়ালকে কেনো দুর্ভাগ্যের প্রতীক বলা হয় কেন?
Add Comment
কালো বিড়ালকে স্থানভেদে দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যের প্রতীক মানা হয়। প্রাচীন মিসরীয়রা একসময় পূজা করতো কালো বিড়ালকে। কালো বিড়ালকে খুব পবিত্র মনে করত তাঁরা। কয়েক শতাব্দী পর ইউরোপের মানুষ কালো বিড়ালের ভাবমূর্তি বদলে দেয়। তারা ভয় পেতে লাগল ওটাকে। কারণ কিছু ইউরোপিয়ানের মনে বিশ্বাস শেকড় গাঁড়লো- কালো বিড়াল ছদ্মবেশী ডাইনি। তবে কালের বিবর্তনে এই বদ্ধমূল বিশ্বাসও পাল্টে যায় মানুষের। এখন শুধু ইউরোপেই নয়, পৃথিবীর অনেক দেশেই সৌভাগ্যের বাহন বলে খুব আদর কালো বিড়ালের। এ কুসংস্কারে বিশ্বাসীদের ধারণা, মনোবাঞ্ছা পূরণের দুর্জেয় এক শক্তি রয়েছে কালো বিড়ালের মধ্যে। তবে কালো বিড়ালে ভুত প্রেত ভর করে- এটি নিতান্তই একটি কুসংস্কার।