কালো যাদু থেকে বাঁচার সহজ উপায় কি ?
কালো যাদু থেকে বাঁচার সহজ উপায় কি ?
Add Comment
কালো জাদু থেকে বাঁচার কয়েকটি উপায় হলোঃ-
১.পাক-পবিত্র থাকা, শরীর পবিত্র থাকলে কোন জাদু আপনাকে ক্ষতি করতে পারবে না।
২.পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, নামাজ পড়লে কালো জাদুর তাছির কখোনো আপনার উপর ভর করতে পারবে না।
৩.সকাল বিকাল আয়াতুল কুরছি, ও দরুদ শরীফ পড়া ও বুকে ফুক দেয়া এতে শরীর বন্ধ হয়ে যায়, কোন জ্বীন ও মানুষ কিছুতে ক্ষতি করতে পারবে না।হ
৪.ঘুমানোর পূর্বে ওজু করে ঘুমানো।
৫.সম্ভব হলে সূরা ইয়াছিন এর কিছু আয়াত পাঠ করা, এবং আল্লাহ্ এর কাছে ক্ষমা চাওয়া যাতে তিনি সকল বিপদ থেকে রক্ষা করেন।