কিছু অবাক করা ব্যাপার জানাবেন কি?
কিছু অবাক করা ব্যাপার জানাবেন কি?
- বাংলাদেশে শুধু মাত্র ১ মাসে গুগলে,
- পর্ন শব্দটি সার্চ হয় ০.৮ মিলিয়ন বারের বেশি!
- Sex – সেক্স, শব্দটি সার্চ করা হয়েছে ২ বিলিয়ন বার!
- ঢাকার শুধুমাত্র সাইবার, ও রেষ্টুরেন্টগুলিতে যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিট করে, এসব ক্যাফের Wifi থেকে পর্ন বিক্রি হয়েছে ৩ কোটি টাকার মতো!
- বাংলাদেশের বিভিন্ন ফেক্সিলোড/ গানলোড/ দোকানগুলিতে প্রতি মাসে নেকেড মেমোরিতে বিক্রি হয় প্রায় ৮ কোটি টাকার!
- ৭৮ শতাংশ ছেলে মেয়ে গড়ে ৮ ঘন্টা মোবাইল ব্যাবহার করে!
- গড়ে ৯০ জন ছেলে পর্ন নেকেড দেখে!
- গড়ে ৭৫ জন মেয়ে পর্ন নেকেড দেখে!
- স্কুলের ক্লাসে বসে পর্ন নেকেড দেখেছে গত বছর ৬২ শতাংশ ছাত্র ছাত্রী!
- ক্লাসের বান্দবীদের সাথে নিয়ে স্কুল ও কলেজের এরিয়া থেকে নেকেড বিভিন্ন পর্ণ সাইট ভিজিট করেছে প্রায় ৪০ শতাংশ মেয়ে!
- যে সব মেয়েরা স্মার্ট ফোন ব্যাবহার করে জরিপে দেখা গিয়েছে তাদের প্রায় ৭৫ শতাংশ মেয়ে নেকেড দেখে !
অবাক হয়েছেন? আপনাকে কি জিজ্ঞাস করছি আমি, এগুলো জেনে আমার গা শিউরে উঠেছে। স্কুলে কিছু ছেলের মোবাইল প্রয়োজনে হাতে নিয়েছিলাম। গুগলে গিয়ে আমি থতমত খেয়ে গেলাম।।
বারবার শুধু একটাই দুশ্চিন্তা এই ছোট ছোট বাচ্চা, এদেরে কি হবে!?
সবাইকে রিকোয়েস্ট করবো এইযে ছোট ছোট বাচ্চা এদের গোপনে স্মার্ট ফোন ইউজ করতে দিবেন না। তারা যাতে গেমে আসক্ত না হয় সে জন্য একেবারে শুরুটা দেখুন। যখন তারা কান্না করে তখন তাদের হাতে মোবাইল দেওয়া হয়। যদি গেমে আসক্ত এবং দূরে রাখতে পারছেন না তাহরে ইউটিউব, ফেসবুক, ব্রাউজার, প্লে স্টোর.. এসব লক করে দিন। আপনার চোখের সামনে কোনো অর্ধ নগ্ন নারীর ছবি আসলে আপনি স্কিপ করবেন কিন্তু তার সামনে আসলে.. !?
পর্নের ক্ষতি শেয়ার করতে থাকুন।
.
এই সাইট থেকে কয়েকটা ক্ষতি উল্লেখ্য করছি,,
মস্তিষ্ক গ্রহণ ক্ষমতা
পর্ন দেখলে প্রথমেই তার প্রভাব পড়ে দর্শকের মস্তিষ্কে। অতিরিক্ত পর্ন দেখা আসক্তির পর্যায়ে চলে যায়, যা মাদকাসক্তির চেয়ে কোনো অংশে কম নয়।নিয়মিত ও অতিমাত্রায় পর্ন দেখলে ধীরে ধীরে আপনার একাধিক অভ্যাস পরিবর্তন করে দিতে পারে। একটা সময় হ্যালুসিনেশনের মাত্রা বেড়ে যায় এতে মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা কমে যেতে পারে।
সঙ্গীর সঙ্গে দূরত্ব
পর্নে অনেক কিছুই অতিরিক্ত দেখানো হয়, বাস্তবতার সঙ্গে যার মিল নেই। অতিরিক্ত পর্ন দেখলে আপনিও আপনার সঙ্গীকে অন্যভাবে কল্পনা করতে শুরু করবেন। সে ক্ষেত্রে আপনার সঙ্গীর সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে।
স্মৃতিশক্তি
পর্ন দেখার প্রবণতা আপনার স্মৃতিশক্তির ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলে। ফলে অনেক কিছুই আপনি খুব সহজেই ভুলে যেতে শুরু করবেন।
শরীর ও মন
নিয়মিত পর্ন দেখার কারণে একটা নির্ভরশীলতা তৈরি করে। ফলে শারীরিক চাহিদা তৈরি হলেও কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনার শরীর উত্তেজিত হতে চাইবে। এটা আপনার মধ্যে এমন একটা অভ্যাস তৈরি করবে, যার ফলে শরীর ও মনকে সহজে বশে রাখতে পারবেন না।