কিছু অবাক করা ব্যাপার জানাবেন কি?
কিছু অবাক করা ব্যাপার জানাবেন কি?
Add Comment
১. মশা দূর করার ওষুধ আসলে মশা দূর করে না। এটি মশার সেন্সর অকার্যকর করে দেয়। ফলে আপনার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় মশা।
২. আপনি যে পানি পান করছেন, তার একটি অংশ এর আগে কেউ পান করেছিল। হয়তোবা কয়েকবারও!
৩. আমরা সবাই জানি যে, নোকিয়া হল একটি মোবাইল কোম্পানির নাম। কিন্তু আপনি কি জানেন এই নামটি এসেছে কোথা থেকে? আসলে ফিনল্যান্ডের একটি ছোট্ট শহর হল নোকিয়া। এই শহরেই নোকিয়া তার যাত্রা শুরু করে। স্থানটির নাম অনুসারেই মোবাইলের নাম রাখা হয় নোকিয়া।
৪. মানবদেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
৫. পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারার অবস্থান আফ্রিকা মহাদেশে। আকৃতিতে সাহারা মহাদেশটির তিনভাগের একভাগ।