কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক কী?
কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক কী?
Add Comment
মুড সুইং-এ ভুগা মেয়েগুলো পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। ওরা নিজের সাথে যুদ্ধ করে আপনার আমার সাথে নরমাল বিহেব করতে চায়। কিন্তু মাঝেমধ্যে পারেনা সেটা। ওভার রিঅ্যাক্ট করে ফেলে। ওরা ইচ্ছা করে এমনটা করেনা। ওদের শরীরে বিভিন্ন প্রকার হরমোনের প্রভাবে ওরা এমন করে। আমাদের মতো বেশিরভাগ মানুষই সেটা সহ্য করেনা। পরে যখন ওদের এই ব্যাপারটা রিয়েলাইজ করি তখন অনেক দেরী হয়ে যায়। আমরা নিজেরা জিততে গিয়ে ওদের হারিয়ে ফেলি।
যদি আপনার বোন, প্রেমিকা কিংবা পরিচিত কোনো মেয়ের মুড সুইং খেয়াল করেন তাহলে আপনি চুপচাপ থেকে পরিস্থিতি সামাল দেবেন । মেয়েটার কথার জবাব দেবেননা। কিছুক্ষণ পর মেয়েটা নিজেই আপনাকে সরি বলবে, ক্ষমা চাইবে। আপনার তখন মনে হবে মেয়েটা সাইকো না। লক্ষ্মী একটা মেয়ে সে।