কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক কী?
কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক কী?
Add Comment
- চোখের দিকে তাকান যদি আপনি অস্পষ্ট উত্তর পান। অনেক সময় কাউকে প্রশ্ন জিজ্ঞেস করলে সে যদি সংক্ষেপে উত্তর দেয় যা আপনি বুঝতে পারেননি তাহলে ‘একটু বিস্তারিত বলুন’ এরকম না বলে চোখের দিকে তাকান, এটা তাকে মানসিকভাবে এক প্রকার চাপ দিবে যা তাকে দিয়ে বিস্তারিত কিছু বলাবে।
- আপনি যদি পপুলার হতে চান, তাহলে আপনাকে পছন্দ করে এমন ব্যক্তিদের নাম মনে রাখুন।
- কেউ আপনার উপর চিল্লালে আপনি নিরব থাকুন, সে অটোমেটিক চুপ হয়ে যাবে।
- আপনার পকেটে কত আছে তার হিসাব কখনোই কাউকে জানাবেন না। অন্তত ‘ এই আছে কিছু, ভালো আছে’ এভাবে বলতে পারেন।
- বিব্রতকর পরিবেশে নারভাস দেখাবেন না চেহারায়, তাহলে প্রতিপক্ষরা আরো শক্তিশালী হয়ে ওঠবে।
- নারভাস দূর করতে চুইঙাম চাবাতে পারেন।
- মেয়েদেরকে পটাতে চাইলে তাদের নাম ধরে তাদের সম্বোধন করুন।
- আপনার মাথায় যদি একটা গান সারাক্ষণ বাজতে থাকে আর আপনি সেটা ভুলতে চান, তাহলে ওই গানের শেষ লাইনটা মনে করুন।
- দুশ্চিন্তা কমাতে নোটবুকে নিজের কথাগুলো লিখুন।
- কেউ আপনাকে লজ্জা দিলে, আপনি তাকে পাত্তা দিয়েন না।