কিছু আকর্ষণীয় তথ্য কী?
১.পৃথিবীতে প্রতিদিন প্রায় ৮.৬ মিলিয়নের মত বিদ্যুৎ চমকায়। অর্থাৎ প্রতিসেকেন্ডে প্রায় একশ বারেরও বেশি;
২.পিউমিস পৃথিবীর একমাত্র পাথর যেটা পানিতে ভাসে;
৩.মরুভূমির উড়ো ধুলা থেকে রক্ষা পাবার জন্যে উটের চোখে তিনটি পাতা থাকে;
৪.আমাদের পাকস্থলীতে যে এসিড থাকে তা রেজর ব্লেডকে গলিয়ে দিতে সক্ষম;
৫.সাধারনত পানি ফোটানোর সময় পানির ফোটাগুলো বুদবুদ আকারে উপরে উঠে আসে, কিন্তু মহাকাশে কেউ পানি ফোটাতে গেলে এমনটা হবে না। বরং অনেকগুলোর পরিবর্তে একটা দানবাকৃতির ফোটা উঠে আসবে
৬.এমন মানুষ খুবই কম আছেন যারা রাতে মাত্র একটা স্বপ্ন দেখেন। প্রতিজন কমপক্ষে ৫-৭ টি স্বপ্ন দেখে। কারো কারো ক্ষেত্রে এটি ডজনও ছাড়িয়ে যায়;
৭.পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরিটি এন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। এটি থেকে বরফের ক্রিস্টাল নির্গত হয়। এর নাম মাউন্ট ইরেবাস;
৮.পৃথিবীতে প্রতিবছর প্রায় ৫,০০,০০০ ভূমিকম্প হয়। তার মাঝে আমরা ১,০০,০০০ টি বুঝতে পারি। মাত্র ১০০ টি ভুমিকম্প পৃথিবীর ক্ষতি করে;