কিছু আবেগী কথা বলবেন কি?
কিছু আবেগী কথা বলবেন কি?
কথা কয় ধরনের হয়?
কথা হয় পাঁচ ধরনের। নিম্নে দেখুন এই পাঁচ ধরনের কথা:
১) আদেশ মূলক কথা। ২) বর্ণনা মূলক কথা।
৩) আশ্চর্য বোধক কথা।৪) প্রশ্নবোধক কথা।
৫) উপদেশ মূলক কথা।
এখানে বলব আমি আবেগী কথা। নিম্নে দেখো চেষ্টা করছি বলতে আমি আবেগী কথা:
1) ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু সবার কপালে তা সয়না।
2) মায়া এক আজিব জিনিস। কাছে থাকলে বুঝা যায় না, দূরে গেলে বুঝেও লাভ থাকে না।
3) সম্পর্ক মানে অভিমান করে দূরে চলে যাওয়া নয়, সম্পর্ক মানে তার অভিমান ভাঙ্গিয়ে তার হাতে হাত রেখে তার সুখ ও দুঃখের অংশীদার হওয়া।
4) প্রেমের প্রথম দিকে মানুষ কলিজা দিতেও রাজি থাকে, কিন্তু প্রেম পুরনো হলে দেখা করতেও রাজি থাকে না।
5) অবহেলা করার সবচেয়ে বড় কথা হল: এখন ব্যস্ত আছি পরে কথা বলব।
6) অপমান করার সবচেয়ে বড় কথা হল: মানুষটি দেখতে কালো হলেও ব্যবহার অনেক ভালো।
7) কান্না কয় ধরনের হয় জানো? কান্না হয় দুই ধরনের: প্রথমটি হয় কষ্টের। আর দ্বিতীয়টি হয় ছলনার।
8) এই পৃথিবীর সবচেয়ে সুখী কে জানো? এই পৃথিবীতে সবচেয়ে সুখী হলো: নির্বোধ। না আছে বন্ধু, না আছে শত্রু। দুঃখ পেলেও হাসে, সুখ পেলেও হাসে।
9) কষ্ট পেলে কাঁদিও না, কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করো।
10) মানুষ তখনই কাঁদে যখন নিজের সাথে যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙ্গে যায়। তখন মানুষ সময় কাটায় রাতে আকাশের তারা দেখে।