কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?
কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?
Add Comment
১। মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি।
২৷ সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার।
৩। আমরা যা কিছু করি সবকিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্য করি।
ভালোবাসা নিয়ে একটা সত্য উপলব্ধি-
তুমি আমাকে ভালোবাসার যে অনুভূতি দিয়েছ সেটার জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে ভালোবাসতে হবে না প্রিয়।
সম্পর্ক নিয়ে একটা সত্য উপলব্ধি –
কখনো কারো এত কাছে চলে যেও না যতটা কাছে গেলে ব্যাপারটা বিরক্তিকর হয়ে যায়। প্রত্যেকটা সম্পর্কের মাঝে একটা স্বাস্থ্যকর দূরত্ব থাকা উচিত। একটা দেয়াল থাকা উচিত, যে দেয়ালটা আমরা কখনো টপকাবো না। সেই দূরত্বটা হবে আগুন পোহানোর মতো। — কাহলিল জিবরানের “দ্য প্রফেট”