কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?
কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?
১. পরিশ্রম হল সিঁড়ি আর ভাগ্য হল লিফট। লিফট মাঝপথে আটকা পড়লেও সিঁড়ির ক্ষেত্রে তা হয়না। তাই ভাগ্য নয় পরিশ্রমে ভর করে চলা উচিত।
২. বাইরের দুনিয়া, কলেজ, স্যোশাল নেটওয়ার্ক থেকে যতই প্রাণের সখা জুটে যাকনা কেন অপারেশন থিয়েটারের ওপারে শুধু মা, বাবা আর পরিবারের লোকজনকেই অপেক্ষা করতে দেখা যাবে।
৩. আবেগ নয় বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত।
৪. সারাজীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে শেষ জীবনে হয়তো অর্থের অভাব হবে না কিন্তু সেই অর্থ দিয়ে জীবনকে উপভোগ করার মত বয়সটা আর পাওয়া যাবে না।
৫. “স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয়না।”
৬. নরম মাটি পেলে মানুষ আঁচড় কাটে বেশি তাই নরম নয় কঠিন হতে শেখো।
৭. তুলসি পাতা নয় তামাক পাতা হওয়া উচিত । যে পোড়াবে সে নিজেই পুড়ে যাবে।
৮. জীবনে যত ই বড় হয়ে যাইনা কেন মনে রাখা উচিত আমার থেকে ও বড় কেউ আছে যার দৃষ্টি সর্বদা মাটির দিকে।
৯. সেখানেই অ্যাডজাস্টমেন্ট কোরো যেখানে তুমি তোমার অ্যাডজাস্টমেন্ট এর জন্য প্রাপ্য সম্মানটুকু পাবে। লাথি, ঝাঁটা খেয়ে আঁকড়ে ধরে পড়ে থাকাকে ব্যক্তিকে মহান নয়, আত্মমর্যাদাহীন ব্যক্তি বলে।
১০. জীবনে অসাধারন কাউকে চেয়ো না। সাধারন কাউকে প্রাধান্য দিও যার কাছে তুমি অসাধারন হয়ে থাকবে।
১১.” তুমি যাকে ভালোবাসো তাকে কোনোদিনো বিয়ে কোরো না, বিয়ে তাকেই কোরো যে তোমাকে ভালোবাসে।”
১২. যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন আর ও দশটা দরজা খুলে যায় তাই বন্ধ হওয়া দরজার দিকে নয় খুলে যাওয়া দরজার দিকে ফোকাস করো।