কিছু কম্পিউটার ট্রিকস কী কী যেগুলো সাধারণত অজানা?

    কিছু কম্পিউটার ট্রিকস কী কী যেগুলো সাধারণত অজানা?

    Train Asked on December 24, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      আমার মনে হয় যে আমি Computer সংক্রান্ত এমন কিছু ট্রিকস বলতে পারব, যেগুলো তোমরা আজ পর্যন্ত কোথাও শোনো নি, বা দেখনি!

      • GODMODE “enable” করাঃ (এটা হয়তো পড়েছ আগে)
        এই GODMODE জিনিসটা ঠিক কি? সোজা বাংলা ভাষায় বলতে গেলে, সমস্ত “settings” এক জায়গায় নিয়ে এসে জমা করা। এটা আমাদের, সাধারণ মানুষদের যত না কাজে লাগে, তার থেকে বেশী কাজে লাগে “computer developer”-দের!
        এটা কি করে করতে হয়?

        • Computer-এ “File Explorer” খোলো।
        • “Mouse”-এ “right-click” করে “New Folder” খোলো।
        • সেই “folder”-এর একটা জটিল নামকরণ করতে হবে এবার! কি সেই নাম?
        • GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
        • হ্যাঁ, এই ওপরের লেখাটা একদম কপি করে “folder name”-এ গিয়ে “paste” করে দাও

      ——————————————————————————————————

      • একটা গোটা “screen”-এর “screenshot” না নিয়ে, কোনও একটা অংশের “screenshot” নাওঃ
        • Keyboard-এ “Windows key” টিপে, একটু নিচে গিয়ে একটা অ্যাপ দেখতে পাবেঃ “Snip & Sketch”। এরকম দেখতে হয়ঃ
        • প্রথমবারের জন্য ওই অ্যাপটা খুলে, একটু “feature”-টাকে “activate” করে নিতে হবে।
        • তারপরে তুমি প্রত্যেকবারই একটা “Windows + Shift + Prt Sc” টিপে “feature”-টাকে ব্যাবহার করতে পারবে।
          এর সুবিধে হচ্ছে, তোমাকে একটা “screenshot” নিয়ে তারপর সেটাকে “crop” করতে হবে না। সোজাসুজি তোমার প্রয়োজনীয় জায়গাটার “screenshot” নিতে পারবে!
          “Shortcut”-টা টিপলে, “screen”-টা এরকম দেখতে হবেঃ
      • Taskbar-এ থাকা অ্যাপগুলো আরও সহজে কি করে খুলতে পারবেঃ
        • একটা কথা জেনে রাখো। Taskbar-এ থাকা সমস্ত অ্যাপকেই একটা নাম্বার দিয়ে রাখা হয়েছে। ‘পিন’ হয়ে থাকা প্রথম অ্যাপের নাম্বার হচ্ছে ১। একইভাবে দ্বিতীয় অ্যাপের নাম্বার হচ্ছেঃ ২। এরকমভাবেঃ
        • তাই, পরের বার থেকে, যখনই কোনও অ্যাপ খুলতে যাবে, Taskbar থেকে, তখন সেই অ্যাপে মাউস দিয়ে না টিপে সোজাসুজি
          “Windows + [number assigned]” টেপ। তাহলেই ওই অ্যাপটা খুলে যাবে!
        • অ্যাপ পিন না হয়ে থাকলেও অবশ্য এটা কাজ করবে। প্রোগ্রামটা Taskbar-এ থাকলেই হবে।
      • একটা প্রোগ্রাম আগে থেকেই খোলা থাকলে, সেটাকে আবার কি করে খুলবোঃ
        • জিনিসটা কি আগে বলি।
          ধরো তুমি কম্পিউটারে File Explorer খুলে রেখেছ। এবার তুমি যদি আবার ওই File Explorer-এ টেপ, তাহলে প্রোগ্রামটা “minimize” হয়ে যাবে, তাই না?
          আমি বলতে চাইছি, যে তুমি ইচ্ছে করলে একটা সম্পূর্ণ নতুন File Explorer-এর “window” খুলতে পারো! সেটা কি করে করবে?
        • অ্যাপের “icon”-এ মাউস দিয়ে “Left-Click” না করে, মধ্যিখানের “wheel”-টা টেপ। একটা নতুন “window” খুলে যাবে ওই প্রোগ্রামের!
      • ওয়েবসাইট নিয়ে কিছু খেলা হোকঃ
        • একটা ওয়েবসাইটে যা লেখা থাকে, সেটা সাধারণত এডিট করা যায় না, “visitor” দ্বারা। কিন্তু, তুমি খেলার ছলে, কিছু “temporary edits” করে, লোকজনকে চমকে দিতে পারো!
        • ওয়েবসাইট খোলো। তারপর “mouse” দিয়ে “right-click” করে “Inspect” টেপ।
        • তারপর, ডানদিকে যে “screen”-টা খুলবে, সেখানে “Console” ট্যাবে টেপ।
        • সেখানে, এই জিনিসটা টেপঃ document.designMode=”on”
        • ব্যাস! তারপর তুমি ওই ওয়েবসাইটের যে কোনও জিনিসকেই এডিট করতে পারবে। হ্যাঁ, ওই এডিট কোনও অবস্থাতেই চিরস্থায়ী হবে না, ও রিলোড টিপলে সমস্ত এডিটই আবার চলে যাবে, তাও একটা মজাদার খেলা হবে!
      Professor Answered on December 24, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.