কিছু মজাদার লাইফ হ্যাক দিতে পারেন কি, যা প্রাত্যহিক জীবনের জন্য দরকার?
কিছু মজাদার লাইফ হ্যাক দিতে পারেন কি, যা প্রাত্যহিক জীবনের জন্য দরকার?
০১. কোথাও ঘুড়তে গেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার মুখ দিয়ে গন্ধ বা সেরকম কিছু অনুভব হচ্ছে, অথচ আপনার কাছে টুথ ব্রাশ বা টুথ পেস্টও নেই, তাহলে এক কাজ করুন একটি আপেল নিয়ে নিন এবং ভালো করে চিবিয়ে খান, এতে আপনার মুখের গন্ধ অনেকটাই দূর হয়ে যাবে।
০২. আপনার কান একটুতেই যন্ত্রণা করে, অথচ কানে রিং না পড়লেও কেমন যেন বেমানান লাগে, এক কাজ করুন আপনার এয়ার রিং-এ কিছু পরিমাণ ভেসলিন লাগিয়ে নিন তারপর এগুলিকে ব্যবহার করুন, দেখবেন এটা আপনাকে অনেকটাই বিরক্তির হাত থেকে বাঁচাবে।
০৩. গলা চুলকানো বর্তমানে একটি অন্যতম সমস্যা, এমনকি অনেকের গলা একটুতেই শুঁকিয়ে যায়। এই সমস্যার সমাধান হিসেবে আপনাকে শসা খেতে হবে। শসা খেলে আপনার গলার শুকনো ভাব কেটে যাবে এবং গলা চুলকানির হাত থেকে অনেকটাই রেহাই পাবেন।
০৪. জানেন কি, ঠাণ্ডা জল ব্যবহার করে স্নান করলে কেবলমাত্র মুখের ব্রণই নয়, বরং তার সাথে সাথে আপনার চামড়ার রং উজ্জ্বল হতেও সাহায্য করে। আমরা জানি যে, সাধারণত শরীরের কিছু হরমোন ক্ষরণ এবং গরমের জন্যই আমাদের ব্রণ দেখা যায়।
০৫. আমাদের অনেকেরই জামা কাপড়ে অনেকসময় ভুলবশত চুইংগাম লেগে যায়, আর একবার চুইংগাম লেগে গেলে কাপড় থেকে এটাকে উঠানোর জন্য কি যে ভোগান্তি পোহাতে হয়, তা কেবলমাত্র যার জামায় লেগেছে সেই জানে। কিন্তু আপনি অনায়াসেই এটিকে উঠিয়ে ফেলতে পাড়বেন ভিনিগার প্রয়োগ করে। ভিনিগার গরম জলে ফেলে দিয়ে সেই গরম জলটাকে চুইংগামের উপর ফেলে দিন, তারপর দেখবেন ম্যাজিক। আঙ্গুল দিয়ে অনায়াসেই চুইংগাম উঠিয়ে ফেলতে পাড়বেন।
০৬. আপনার মোবাইলের সিম ট্রে টি খোলা দরকার অথচ আপনার কাছে সিম ইজেক্টর পিন নেই, এক কাজ করুন, ছোট পেপার ক্লিপ এর একপ্রান্ত দিয়ে সিম ইজেক্টরের জায়গায় ঢুকিয়ে দিন, দেখবেন এটি খুলে যাবে।
০৭. প্রাচীন কাল থেকেই কাঠের চামচ নামে এই ট্রিক টি জনপ্রিয় হয়ে আছে। কোনো কিছু সেদ্ধ করতে উনুনে চাপালেই কিছুক্ষণ পড় জল উপচে পড়ে, এই সমস্যা সমাধানের জন্য, একটি কাঠের খুন্তি সেই পাত্রের মুখের উপর রেখে দিন, এই কাঠের খুন্তিটি উপচে পড়া বন্ধ করে দিবে।
০৮. কোথাও যাবেন কিন্তু আপনার পছন্দের জামাটি ভুল করে কেঁচে দিয়েছেন, অথচ আপনার কাছে কোনো dryer নেই। তাহলে এক কাজ করুন, তোয়ালের মধ্যে আপনার সেই জামাটিকে রেখে মোড়াতে থাকুন, কিছুক্ষণ পড় দেখবেন জল অনেকটাই শুঁকিয়ে গেছে। এরপর তোয়ালে থেকে জামাটিকে বেড় করে খোলা হাওয়ায় শুকোতে দিন, কিছুক্ষণের মধ্যেই জামা শুঁকিয়ে যাবে।
০৯. কোনো পড়া বেশিক্ষণ মনে রাখতে সেই পড়াটিকে ভালভাবে পড়ার পড় খাতায় pictorial format এ লিখুন, অনেক কাজে দিবে।
১০. আমাদের চার্জার থেকে চার্জার পিনের তারটি তাড়াতাড়ি ভেঙ্গে যায় বা ছিঁড়ে যায়। এর সমাধানের জন্য, পুরানো কলমের স্প্রিং বেড় করে, সেই স্থানটিতে জড়িয়ে দিন, চার্জারের তারটি অনেকদিন পর্যন্ত সঠিক থাকবে।
১১. মোবাইলে নাইট মোড নেই, অথবা ভালো ছবি আসছে না। অথচ ফ্লাশ অন করে ছবি তুললে ছবি ভালো দেখাচ্ছে না, তাহলে এক কাজ করুন, কোনো বেরঙ্গিন জলের বতলে ফ্লাশ অন করে ধরুন, দেখবেন এটি অনেকটা নাইট মোডের মত বা তার থেকেও বেশি ভালো কাজে আসবে।
১২. মোবাইল তাড়াতাড়ি চার্জ করার জন্য, মোবাইলের সুইচ অফ করে চার্জে দিন। অনেকের মতে ফ্লাইট মোড অন করে চার্জে দিলে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে মাত্র দুই-এক মিনিট সময় বাঁচে। কিন্তু পরিবর্তে মোবাইল সুইচ অফ করে চার্জে দিলে তা দ্রুত চার্জ হয়ে যাবে।
১৩. শরীরের অতিরিক্ত টক্সিনকে বেড় করার জন্য, প্রতিদিন সকালে এক গ্লাস প্রাকৃতিক ঠাণ্ডা জল পান করুন।
১৪. আলু সেদ্ধ করার সময় জলে কিছু পরিমাণ লবণ দিয়ে দিন, খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পাড়বেন।
১৫. বাড়িতে কোনো কাজের লোক নিযুক্ত করার আগে বা বাড়ি ভাঁড়া দেওয়ার আগে সেই লোকগুলিকে বা কাজের ব্যক্তিটিকে পুলিশ ভেরিফিকেশন করাতে ভুলবেন না, এতে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন।
১৬. কোথাও বেরোনোর আগে, সাথে যতটা দরকার ঠিক ততটাই টাঁকা নিন, তবে সাথে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অবশ্যই রাখুন। কারণ কেউ ছিনতাই করলে বা আপনার টাঁকা নিয়ে নিলেও সেই কার্ডটির মাধ্যমে আপনি কিছু টাঁকা উঠিয়ে নিয়ে বাড়ি ফিরতে পাড়বেন। আবার কার্ডটিও ছিনতাই হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার কার্ডের পিন আপনি ছাড়া কেউই জানে না।
১৭. মেকআপ করার আগে ৫-১০ মিনিট মুখের উপর বরফ ঘষে নিন, এর ফলে মেকআপ অনেকটা সময় স্থায়ী হবে এবং তাড়াতাড়ি ছড়িয়ে পড়বেনা।